বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পশু হাটের টুকিটাকি

প্রতিদিন ডেস্ক

ঈদুল আজহার আর বাকি তিন দিন। কোরবানির ঈদ ঘিরে এরই মধ্যে বিভিন্ন জেলার পশু হাটগুলো জমে উঠেতে শুরু করেছে। দেশীয় এবং ছোট-মাঝারি আকারের গরুর চাহিদা একটু বেশি। কোথাও কোথাও চড়া দামে বিক্রি হচ্ছে গরু। কোথাও আবার পর্যাপ্ত গরু থকলেও ক্রেতা কম। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী : পশুহাটগুলোতে ছোট-বড়-মাঝারি সব ধরনেরই গরু পাওয়া যচ্ছে। খামারির দেশি গরুর পাশাপাশি ভারতীয় গরুও বাজারে আনছেন। বিক্রি বেশি হচ্ছে দেশি গরুই। দিনাজপুর : বিভিন্ন গ্রামাঞ্চলে বসছে কোরবানির পশুর হাট। এ জেলায় বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা বেশি। লক্ষ্মীপুর : কোরবানি ঈদ সামনে রেখে লক্ষ্মীপুরে জমে উঠেছে পশুর হাট। ক্রেতারা বলছেন পশুর দাম চড়া। বিক্রেতাদের ভাষ্য, বেশি দামে পশু কেনায় আশানুরূপ বিক্রি করতে পারছেন না তারা। রাঙামাটি :  রাঙামাটির প্রত্যন্ত এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে গরু। এসব গরু বেশ মোটাতাজা। দামও বেশি। সাধারণত এ গরু বন-জঙ্গলে লতাপাতা খেয়ে বেড়ে উঠে। ফলে পাহাড়ি গরুর চাহিদাও বেশি। নোয়াখালী : মাইজদী, দত্তেরহাট, সোনাপুর,ওএকলাশপুরসহ জেলার গরু হাটগুলোতে দেশীয় গরুর পাশাপাশি ভারতীয় গরু প্রচুর পরিমাণে উঠেছে। তবে ক্রেতা তেমন নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর