বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আট হাজার কেজি ভিজিডি চালসহ চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউপি চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা আবু তাহের সরদার হান্নানকে আট হাজার ৮০০ কেজি ভিজিডি চালসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, হান্নান তার ইউনিয়নের গরিবদের ভিজিডি কার্ডের জন্য দুই মাসের বরাদ্দের উক্ত চাল গত ২৪ আগস্ট সরকারি গুদাম থেকে উত্তোলন করে স্থানীয় কর্ণিপাড়ার নিজ গুদামে রাখেন। এরপর সরকারি বস্তা পাল্টিয়ে সাধারণ বস্তায় এসব চাল প্যাকেট করে খোলাবাজারে বিক্রির পাঁয়তারা করেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকালে কাহালুর ইউএনও আরাফাত রহমান, ওসি নূরে আলম সিদ্দিকী, ডিবি পুলিশের ওসি আমিরুল ইসলাম, দুদক বগুড়ার কর্মকর্তা আনোয়ারুল হক হান্নানের গুদাম থেকে চালগুলো জব্দ করেন। কাহালু থানার ওসি জানান, মামলা হয়েছে। জব্দ করা হয়েছে ভিজিডির আট হাজার ৮০০ কেজি চাল। মামলা তদন্ত করবেন দুদুক বগুড়া জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

সর্বশেষ খবর