শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছাত্রলীগ নেতা খুনে সাবেক ওসির ১০ বছর জেল

সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর উপজেলার ছাত্রলীগ নেতা ওহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় তাহিরপুর থানার সাবেক ওসি শরিফ উদ্দিনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহীর পুটিয়া থানায় ওসির দায়িত্ব পালন শেষে বর্তমানে অবসরে আছেন পুলিশের এই কর্মকর্তা। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার গতকাল এ রায় দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে থাকা উপজেলা চেয়ারম্যানের কয়েক হাজার সমর্থক উচ্ছ্বাস প্রকাশ করেন। বাদী পক্ষের আইনজীবী আফতাব উদ্দিন বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে অভিযোগ প্রমাণ করেছি। অন্য আসমিদেরও সাজা হওয়া উচিৎ। রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করবো।’ আদালত সূত্র জানায়, ২০০২ সালের ২০ মার্চ রাতে তাহিরপুর উপজেলার ভাটিতাহিরপুর গ্রামে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হন তাহিরপুর জয়নাল আবেদনী কলেজ ছাত্রলীগের সভাপতি ওহিদুজ্জামান শিপলু। ঘটনার তিন দিন পর তার মা আমিরুন নেছা দুই পুলিশ কর্মকর্তা ও চার বিনএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে সুনামগঞ্জের আদালতে হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর