শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ ও পরিচ্ছন্নতাকে প্রাধান্য দিতে হবে। যত্রতত্র পশু জবাই ও বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা যাবে না। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পশুর বর্জ্যে পরিবেশ দূষণ ও দুর্গন্ধের কবল থেকে রক্ষা করা নাগরিক সমাজের দায়িত্ব। কোরবানি-পরবর্তী পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। ভোলার চরফ্যাশনে গতকাল মায়া ব্রিজ উন্নয়ন কাজ পরিদর্শনকালে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী এ কথা বলেন। এরপর তিনি আবুবকরপুর ইউনিয়নের নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন। এ সময় চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, পৌর মেয়র বাদল কৃষ্ণ ও জামাল উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর