মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিরাজগঞ্জে বিএনপি ঝিনাইদহে আ. লীগের সংঘর্ষে আহত ৪৫

সিরাজগঞ্জ ও ঝিনাইদহ প্রতিনিধি

সিরাজগঞ্জে বিএনপি ও ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছেন। বেলকুচিতে ঈদ শুভেচ্ছা ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার তামাই হাই স্কুল মাঠে কেন্দ্রীয় বিএনপির উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল ইসলাম খান পাপ্পু সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সবুজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মজনু শিকদার ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত রাজাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি শাহীন, বিএনপি নেতা বরাদ আলী, বেলকুচি পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ মণ্ডলসহ বাকিদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, তদন্তপূর্বক ঘটনায় দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঝিনাইদহ সদরের সমশপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঝিনাইদহ সদরের ফুরসুন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মালেক এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদ শিকদারের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় গ্রুপের লোকজন সমশপুর গ্রামে দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার সাহা জানান, হাসপাতালে ভর্তি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সর্বশেষ খবর