বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

উচ্ছেদ আতঙ্কে ৫০ পরিবার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভবানপুর গ্রামের ৫০টি পরিবার উচ্ছেদ আতঙ্কে রয়েছে। গ্রামের বাসিন্দা আব্দুল আলী বলেন, ১৯৫২ সালে তারা ভবানপুর মৌজায় ১৫ দশমিক ২০ একর জমি কিনে বসতি স্থাপন করে আছেন। বর্তমানে এ গ্রামে ৫০টি পরিবারে প্রায় ৪০০ লোক রয়েছে। বাড়ির আঙিনায় সবজি চাষ করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। কখনো কাজ করেন অন্যের জমিতে। ২০০৭ সালে চা বগান কর্তৃপক্ষ গ্রামের ওই জমি তাদের বলে দাবি করে। ৭৫ বছর বয়সী কুলসুম বলেন, ‘এখানে আমার চার সিঁড়ি পার হয়েছে। এখন উচ্ছেদ করে দিলে ছেলে, নাতী-নাতনি কোথায় গিয়ে থাকবে।’ একই কথা বলেন ছাতির মিয়া, নূর বিবি, আছমা, সুফিয়া বেগম ও ছালেমার। দিনারনারপুর চা বাগান ম্যানেজার মিজানুর রহমান বলেন, ওই জমি ১৯৬৫ সালে আমরা সরকার থেকে লিজ নিয়েছি। এ জমি নিয়ে আদালতে মামলা চলছে। ২০১৩ সালে আমরা রায় পেয়েছি। তারা আপিল করেছে। আদালত যে রায় দেবে তা মেনে নেব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর