বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রূপগঞ্জে দুই গ্রুপের তাণ্ডব ২০ দোকানঘর ভাঙচুর লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল সন্ত্রাসী বাহিনীর দফায় দফয় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী এলাকার প্রায় ২০টি দোকানঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, ঈদ উপলক্ষে স্থানীয় আওয়ামী যুব মহিলালীগ নেত্রী পারুল আক্তার হাটিপাড়া এলাকায় মেলার আয়োজন করেন। গত রবিবার বিকালে ওই মেলায় আতিকুর রহমান আতিকের মোটরসাইকেলে ধাক্কা লাগে বাবু নামে এক যুবকের। এরপর আতিক বাবুকে মারধর করেন। একপর্যায়ে স্থানীয় মামুন নামে আরেকজন বাবুর পক্ষ হয়ে আতিকের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় আতিকসহ ফেন্সি ফরিদ, শরীফ, রাসেল, রাহাদসহ তাদের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মামুনের ওপর হামলা চালায়। এ সময় মামুনসহ মাসুম, আকবর বাদশা, সুমন, আলামিন, রুবেল, কানা মাহাবুবসহ তাদের লোকজনও পাল্টা হামলা চালায়। শুরু হয় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। সন্ত্রাসীরা তোফাজ্জল হাজী, নজরুল চৌধুরী, শুক্কুর আলী, হারুন অর রশিদ, ফিরোজ মিয়া ওরফে ফিরু, আমিনা আক্তার, শাহজাহান, আব্দুল কাদির, হাটিপাড়া জামে মসজিদসহ অন্তত ২০টি দোকানঘর ভাঙচুর করে লুটপাট চালায়। এলাকাবাসীর অভিযোগ, উভয় গ্রুপের লোকজনই চাঁদাবাজ ও সন্ত্রাসী। তারা এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এদের অত্যচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এসব সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানান তারা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর