বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লায় ঘরবাড়ি ভাঙচুর গরু লুট

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর ঘর-বাড়ি ভাঙচুর লুটপাট করে বাড়ির ওপর দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে। লুটপাট থেকে রক্ষা পায়নি কোরবানির গরু এবং বসত ঘরের বেড়া। চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকাধীন রামরায় গ্রামের দুবাই প্রবাসী শাহাদাৎ হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও বাড়ি ফিরতে পারছে না ওই পরিবার। বুধবার দুপুরে কুমিল্লা মহানগরীর একটি রেস্তোরাঁয় প্রবাসী পরিবারের পক্ষে তার বোন লাকী আক্তার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। এ ঘটনায় প্রবাসীর পিতা সাত্তার মিয়া বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পার্শ্ববর্তী বাড়ির শহিদ উল্লাহর সঙ্গে প্রবাসী শাহাদতের পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। মামলায় অভিযুক্ত শহিদ উল্লাহ, খোকন, সোহাগ, মির্জা আলী, কাসেম, কাউছারসহ তাদের সহযোগীরা গত ৩০ ও ৩১ আগস্ট দিনে-রাতে কয়েক দফা প্রবাসী শাহাদতের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময়  হামলাকারীরা ওই প্রবাসীর বাড়ির ওপর দিয়ে নিজস্ব চলাচলের রাস্তা তৈরি করে নেয়। হামলায় আহত হয় প্রবাসী শাহাদতের মা খোদেজা বেগম, চাচি রেহেনা, বোন মাফিয়া, চাচাতো ভাইয়ের বউ ঝুমুর বেগম। সংবাদ সম্মেলনে লাকী আক্তার আরও জানান, তার সদ্য প্রবাস ফেরত অপর ভাই শাহীন এ নিয়ে প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। চৌদ্দগ্রাম থানার ওসি মো. আবুল ফয়সাল জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। প্রবাসীর বাড়িঘরে হামলা কিংবা কেউ আহত হওয়ার বিষয়ে থানায় অভিযোগ করেনি, তবে তাদের প্রতিপক্ষের দায়ের করা মামলায় শাহীন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর