বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

টঙ্গীতে মাদক ব্যবসায়ী দুই গ্রুপে সংঘর্ষ

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় টঙ্গীর এরশাদনগর ৫ নম্বর ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজনের হাত ও অপরজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসী জানান, টঙ্গীর এরশাদনগর ৫ নম্বর ব্লকে সজিব ও রাব্বি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সমপ্রতি রাব্বি ও সজিবের কথা কাটাকাটি হয়। এরই জেরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষকালে ধারালো অস্ত্রের আঘাতে রাব্বির দুই হাতের তিনটি আঙ্গুল কেটে যায় এবং সজিবের ডান হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ— মাদক পল্লি খ্যাত এরশাদনগরে মাদক ব্যবসায়ীদের উৎপাত দিন দিন বেড়েই চলছে। পুলিশের রহস্যজনক ভূমিকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে।

 টঙ্গী থানার এসআই জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সেখানে রক্তের দাগ দেখা গেছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।  অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর