বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেরপুর বিএনপির ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ ২৯ জনের নামীয় এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মারামারির অভিযোগ এনে মামলা করা হয়েছে। এ ঘটনায় বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা জানিয়েছেন। অপরদিকে মামলাকে কেন্দ্র করে পুলিশি আতংকে গ্রাম ছেড়েছে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা। জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের কুমরার চর আদর্শ গ্রামে স্থানীয় বিএনপির আয়োজনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। মামলার বাদীর দাবি, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর উস্কানিমূলক বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই গ্রামের জঙ্গলদি দশানি বাজার তিন রাস্তা মোড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী এবং তাদের দোকানপাটে হামলা চালানো হয়। মামলার বাদী আওয়ামী লীগ নেতা ছামিদুল ইসলাম এমন অভিযোগ করলেও সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামী লীগ সদস্য  স্থানীয় ইউপি মেম্বর মোবারক হোসেন বাঁশি জানান, বিএনপির সভা সংলগ্ন এলাকা কুমড়ার চর আদর্শ গ্রাম ও হাওরা পাড়া গ্রামবাসীর মধ্যে একটি বাঁশের সাঁকোয় পারাপারের টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এখানে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী লিটন মিয়া, ময়নাল, শহিদুল ও বিল্লাল মিয়া জানিয়েছেন ওই দিনের ঘটনা নিছক দুই গ্রামের ছেলেদের গোলযোগ। জেলা বিএনপির সাধরণ সম্পাদক মো. হযরত আলী বলেন, ওই দিন আমি কোনো উস্কানিমূলক বক্তব্য রাখিনি এবং বিএনপি-আওয়ামী লীগের মধ্যে কোনো মারামারিও হয়নি। সভা শেষ হওয়ার অনেক পরে সভার স্থান থেকে অনেক দূরে স্থানীয় গ্রামবাসীর দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এটাকে পুঁজি করে আমাদের হয়রানি করা হচ্ছে।

সর্বশেষ খবর