শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফরিদপুর-মুকসুদপুর সড়ক চলাচলের অনুপযোগী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া-মুকসুদপুর আঞ্চলিক মহাসড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। খুলনা-ভাঙ্গা-বরিশাল-মাওয়া-ঢাকা-মাদারীপুর মহাসড়কের সঙ্গে সংযুক্ত থাকায় এ পথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার দূরপাল্লার যান চলাচল করে। কিন্তু সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় প্রায়ই গাড়ি বিকল হয়ে পড়ছে। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। যাত্রী-চালকরা পোহাচ্ছেন দুর্ভোগ। দ্রুত সড়কটি সংস্কার না হলে বাস বন্ধ করার হুমকি দিয়েছেন এ রুটের চালকরা। ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ করা হবে। ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাছির বলেন, ‘সড়কটির অবস্থা খুবই খারাপ। এ কারণে বাস চালকেরা গাড়ি না চালানোর জন্য আমাদের কাছে বলেছেন। আমরা সড়কটি সংস্কারের জন্য সড়ক বিভাগের কাছে দাবি জানাই। দ্রুত মেরামত করা না হলে সড়কে বাস বন্ধ করে দিতে বাধ্য হবো।’ সরেজমিন দেখা যায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কমপক্ষে ৩০ স্থানে ছোটবড় গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের কারণে প্রতিদিনই বিকল হচ্ছে কোনো না কোনা যান। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।

অভিযোগ রয়েছে, সড়কটি কয়েকবার সংস্কার করা হলেও ভালমানের কাজ না হওয়ায় কিছুদিন পরই খানাখন্দ সৃষ্টি হচ্ছে।

সর্বশেষ খবর