শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অপহরণের ২৩ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

নাটোর প্রতিনিধি

নাটোরে অপহরণের ২৩ দিন পরও নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলী আকবর বলেন, অপহরণকারীর ব্যবহার করা মোবাইল ফোনের কললিস্ট ঢাকায় হেড অফিসে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে ২৩ দিনেও একমাত্র মেয়ের কোনো সন্ধান করতে না পেরে মা ইতিমধ্যে অসুস্থ হয়ে শয্যাশায়ী। অপহূত স্কুলছাত্রী নাটোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গত ১৬ আগস্ট ছাত্রীর বাবা ব্যবসায়ী মামুনুল হক নাটোর থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মেহেদী হাসান বকুলের মাদকাসক্ত ছেলে বন্ধন ইসলাম প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত।  ছাত্রীর বাবা মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানালে ১ আগস্ট মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় বন্ধন। এ সময় সোহেলের সঙ্গে আরও কয়েকজন ছিল। এরপর মেয়ের বাবা মানসম্মানের কথা ভেবে বিষয়টি মীমাংসা করেন। মুচলেকা দিয়ে বন্ধনের বাবা ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। গত ১৫ আগস্ট স্কুলছাত্রী শোক দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে বখাটে বন্ধন তার কয়েকজন বন্ধুকে নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহূত স্কুলছাত্রীর বাবা মেয়ের অপহরণের খবর পেয়ে বন্ধনের বাসায় গিয়ে জানতে পারে অপহরণকারী বন্ধন ও তার বাবা বকুল এবং মা কুহেলী ইসলাম একই সঙ্গে মাইক্রোবাসে করে পালিয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন— বন্ধনের বাবা মেহেদী হাসান বকুল, মা কুহেলী বেগম, বন্ধু আবদুর রহিম, চাচা মো. হাবু, মামা সাইফুল ইসলাম রোজার্স ও লোটাস। মামলার পর বন্ধনের চাচা মো. হাবুকে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে পুলিশ অভিযান অব্যাহত আছে বলে দাবি করলেও মামলার কোনো অগ্রগতি নেই। সচেতন শহরবাসী মনে করেন, ২৩ দিন অতিবাহিত হওয়ার পরও স্কুলছাত্রী উদ্ধার না হওয়ায় হতবাক হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর