শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
এমপির পড়ে যাওয়ার ঘটনা

উল্লাপাড়ায় রেলের সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্ত্রীকে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়া করে লাফ দিয়ে নামতে গিয়ে পা পিছলে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম পড়ে যাওয়ার ঘটনায় স্টেশন মাস্টারের পর এবার সহকারী স্টেশন মাস্টার আবদুল বাতেনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল রাতে পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বলেও তিনি জানান। তবে প্রতিবেদনে কি উল্লেখ করা হয়েছে- তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। অসিম কুমার তালুকদার আরও জানান, এমপি প্লাটফর্মে পড়ে যাওয়া যেমন অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর ঘটনা, তেমনই এ ঘটনার জন্য সহকারী স্টেশন মাস্টারকে মারধর করাও দুঃখজনজনক। প্রাথমিকভাবে গাফিলতির জন্য স্টেশন মাস্টার শামসুল আলম এবং পরে সহকারী স্টেশন মাস্টার আবদুল বাতেনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, ঘটনাটি তদন্তে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন ও পরিবহন কর্মকর্তা শওকত জামিলের সমন্বয়ে দুই সদস্যবিশিস্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন রাজশাহীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর