রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ১১

নাটোর প্রতিনিধি

নাটোরে মোবাইল ফোনের ম্যাজিক ভয়েস অ্যাপসে্র মাধ্যমে প্রতারণাকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক সবাই লালপুরের বাসিন্দা। প্রায় দুই বছর ধরে চক্রটি ফেসবুকে ভুয়া আইডি খুলে এই অ্যাপসের মাধ্যমে কণ্ঠ পরিবর্তন করে প্রবাসীসহ অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন নাটোর পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

পুলিশ অফিস সম্মেলনকক্ষে বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, শুক্রবার রাত সাড়ে আটটায় লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা ও লালপুর থানা পুলিশ। এ সময় মোবাইল ফোনে প্রতারণা চক্রের ১১ জনকে আটক করা হয়। পুলিশ সুপার আরও জানান, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে ফেসবুকে বিভিন্ন নামে ফেইক আইডি খুলে সেখানে সুন্দরী নারীর ছবি ব্যবহার করে।

ওই ফেইক আইডি ও ছবিতে তারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে একে অপরের কাছে মোবাইল নম্বর আদান-প্রদান করে। পরবর্তীতে ম্যাজিক ভয়েস অ্যাপসের মাধ্যমে কণ্ঠ পরির্বতন করে অশ্লীল কথাবার্তা ও ভিডিও দেখায়। একপর্যায়ে দেখা করার কথা বলে এবং ইমোশনাল ব্ল্যাক মেইল করে বিভিন্ন পুরুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

 

সর্বশেষ খবর