রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বেনাপোল চেকপোস্ট

ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম শুরু

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ফিঙ্গার প্রিন্ট গ্রহণ শুরু হয়েছে। এর আগে কিভাবে ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করতে হবে তা নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চেকপোস্ট ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। চেকপোস্ট ইমিগ্রেশনের বহির্গমন বিভাগে সাতটি এবং আগমনী বিভাগে তিনটি ফিঙ্গার প্রিন্ট মেশিন স্থাপন করা হয়েছে। এরমধ্যে বহির্গমন বিভাগের দুটি মেশিন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, ফিঙ্গার প্রিন্টের জন্য স্থাপিত ১০টি মেশিনের দুটি শুক্রবার থেকে চালু হয়েছে। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সবকটি মেশিন চালু করা সম্ভব হবে। ফিঙ্গার প্রিন্ট চালুর ফলে জাল পাসপোর্ট বন্ধ হবে এবং তালিকাভুক্ত সন্ত্রাসীরা দেশ থেকে পালাতে পারবে না বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ খবর