মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কুড়িগ্রামে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন আট লাখ মানুষ

বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০ কিমি সড়ক সংস্কার হয়নি

কুড়িগ্রাম প্রতিনিধি

সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত ১৮০ কিলোমিটার সড়ক ও ব্রিজ-কালভার্ট এখনো মেরামত না হওয়ায় জনদুর্ভোগ কমেনি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী পাকা সড়ক। এ সড়কের ভেঙে যাওয়া চারটি স্থান সংস্কার না হওয়ায় প্রায় চার সপ্তাহ ধরে জেলা সদরসহ সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে সোনাহাট স্থলবন্দরসহ তিন উপজেলার প্রায় আট লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা। জানা যায়, চলতি বছর বন্যায় কুড়িগ্রামের ৯ উপজেলার ৭৩টি ইউনিয়নের ৬২টি বন্যা কবলিত হয়। পানিবন্দী হয়ে পড়ে পাঁচ লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সড়ক জনপথ ও স্থানীয় সরকার বিভাগের ৪০ কিলোমিটার পাকা, ১৪০ কিলোমিটার কাঁচা সড়ক ও ২৩টি ব্রিজ-কালভার্ট। এর মধ্যে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কটি পাটেশ্বরী পুরাতন বাসস্টান্ড ও কুড়ারপাড় এলাকায় চারটি স্থানে প্রায় ২০০ মিটার সম্পুর্ন ভেঙে যায়। ভেঙে যাওয়া অংশ মেরামত না হওয়ায় প্রায় চার সপ্তাহ ধরে জেলা সদরসহ সারা দেশের সঙ্গে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী উপজেলা ও সোনাহাট স্থলবন্দরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ। কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের আওতায় থাকা এই সড়কটির মেরামত প্রসঙ্গে জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল করকত মো. খুরশীদ আলম জানান, সড়কের চারটি অংশে প্রায় ২০০ মিটার সম্পূর্ণ ধসে গেছে। এরমধ্যে ছোট দুটি ভাঙা অংশ ভরাট করা হয়েছে। বাকি অংশে বালু ভরাটের কাজ চলছে। যত দ্রুত সম্ভব যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ জানান, এলজিডির আওতায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজ-কালভার্টের তালিকা করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। আশা করি দ্রুততম সময়ে সেগুলোর কাজ করা হবে।

 

সর্বশেষ খবর