মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত এসআইসহ পাঁচজন

প্রতিদিন ডেস্ক

মানিকগঞ্জে গাড়িচাপায় পুলিশের এসআই নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, কুষ্টিয়া, রাজশাহী ও ফরিদপুরের ভাঙ্গায় সড়কে প্রাণ গেছে আরও চারজনের। ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত হয়েছেন ১৫ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে পুখুরিয়ায় গাড়িচাপায় আবুল বাশার (৩২) নামে পুলিশের এসআই নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। দুই সন্তানের জনক আবুল বাশার টাঙ্গাইলের কালিহাতি থানায় কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। বাবার নাম আওলাদ ভাদরী। চট্টগ্রাম : মিরসরাই জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, চট্টগ্রামগামী প্রান্তিক পরিবহণের একটি বাস মহাসড়কের ওই স্থানে এসে বিএসআরএম ফ্যাক্টরিতে ঢোকার সময় রডবাহী কন্টেইনারের মাঝ বরাবর আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাসটির চালক নিহত হন। কুষ্টিয়া : ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে তোহিদুল ইসলাম (২৫) এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত তোহিদুল ইসলাম নড়াইল জেলার চর আড়িয়া গ্রামের ফজর আলীর ছেলে। রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে গতকাল সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মাহি বাবু রনির (২৫)। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম বুদপাড়ার হাসেম আলীর ছেলে। ভাঙ্গা : ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা দিঘলকান্দা নামক স্থানে গাড়িচাপায় নছিমন আরোহী সোহরাব হোসেনের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল মা পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন।

সর্বশেষ খবর