মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নড়াইলে ওসিসহ ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি

ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় নড়াইলের লোহাগড়া থানার সাবেক ওসি বিপ্লব কুমার সাহা, পাঁচ এসআই, তিন এএসআই ও চার পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া এক আওয়ামী লীগ নেতা ও চিকিৎসককে ওই মামলায় আসামি করা হয়েছে। গতকাল উপজেলার কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান লোহাগড়া আমলী আদালতে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন, আ.লীগ নেতা শরিফুল ইসলাম, নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার মঞ্জুরুল মোর্শেদ মুন, এসআই নয়ন পাটোয়ারী, এসআই শিমুল কুমার দাশ, এসআই নাছির উদ্দিন আকন্দ, এসআই মিহির কান্তি পাল, এসআই শাহিনুর রহমান, এএসআই মাসুদুর রহমান, এএসআই তানভীর হোসেন, এএসআই আব্দুল হাকিম ও চার পুলিশ কনস্টেবল। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩ আগস্ট লোহাগড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল আলমের পক্ষে প্রচার চালানোর সময় অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানকে থানায় ডেকে এনে মারধর করে পুলিশ। 

মতিয়ার রহমান বলেন, লোহাগড়া থানা মামলা গ্রহণ না করায় এ মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।

সর্বশেষ খবর