বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বর যাত্রীবাহী বাস খাদে দুজন নিহত, আহত ২৫

প্রতিদিন ডেস্ক

শরীয়তপুরে বর যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ফরিদপুর ও গাজীপুরের শ্রীপুরে সড়কে প্রাণ গেছে শিশুসহ দুজনের। ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন ২০ যাত্রী। প্রতিনিধিদের খবর—

শরীয়তপুর : ডামুড্যা উপ?জেলার ভাদরীকা?ন্দি এলাকায় বর যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দি?কে এ দুর্ঘটনা ঘ?টে। ?নিহতরা হ?লেন— ডামুড্যা উপজেলার চরমালগাঁও গ্রা?মের ম?তি বেপারীর ছে?লে রু?বেল বেপারী (১৯) ও সে?লিম শিকদা?রের ছে?লে তা?জেল (১৯)। আহত?দের? ডামুড্যা স্বাস্থ্য কম?প্লে?ক্সে ভর্তি করা হয়েছে। ফরিদপুর : নগরকান্দা উজেলার মনোহরপুর গ্রামে গতকাল ট্রাকচাপায় আমীর হামজা (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। সকালে স্কুলে যাওয়ার পথে বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। হামজা মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে স্থানীয় স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক মুদি ব্যবসায়ী সোহাগ মিয়া (২৮) নিহত হয়েছেন। সোহাগ ময়মনসিংহের পাগলা থানার পাইথল গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে শ্রীপুৃর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ : জেলা শহরের সার্কিট হাউস এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুনের আসামিসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৩ সালে হরিণাকুণ্ডু থানার কনস্টেবল ওমর ফারুক দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ মামলার অনেকে খুলনায় হাজিরা দিতে যাচ্ছিলেন।

সর্বশেষ খবর