বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘সরকারের উন্নয়নের প্রচারণা নেই’

শরণখোলা প্রতিনিধি

বর্তমান সরকার দেশের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, অথচ তৃণমূল পর‌্যায়ে তার কোনো প্রচারণা নেই। সরকারের যারা সুবিধা ভোগ করছেন তারা ক্ষমতার প্রভাব আর নিজেদের আখের গোছাতে সময় পার করছেন। তাই তথ্য অধিদফতরই হচ্ছে এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার একমাত্র মাধ্যম।

গতকাল জেলা তথ্য অধিদফতরের আয়োজনে বাগেরহাটের শরণখোলা প্রেস ক্লাবে ‘ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক প্রচার কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মহিদুল ইসলাম, বাবুল দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সহকারী তথ্য কর্মকর্তা পাভেল দাস।

সর্বশেষ খবর