শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়কের মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে টোল, দীর্ঘ যানজট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর পৌর শহরের বিভিন্ন সংযোগ সড়কের মোড়ে গাড়ি থামিয়ে আদায় করা হয় টোল। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অনেকে পৌরসভার এ টোল আদায়কে ক্ষুদ্র স্বার্থ রক্ষায় বৃহৎ স্বার্থ বিঘ্ন ও কৃত্রিম দুর্ভোগ সৃষ্টি বলে অভিযোগ করেছেন। শ্রীপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গতকাল বক্তারা এ অভিযোগ করেন। উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা। বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল, আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মাসুম রেজা, আবু বকর সিদ্দিক আকন্দ, রায়হানুল ইসলাম আকন্দ প্রমুখ। বক্তারা বলেন, শ্রীপুর রেল গেটের সঙ্গে বিভিন্ন প্রকার যান আটকিয়ে প্রতিদিন পৌরসভার টোল আদায় করা হয়। এতে শ্রীপুর-গোসিঙ্গা, শ্রীপুর-গাড়ারণ, শ্রীপুর-বরমী, শ্রীপুর-মাওনা, শ্রীপুর-মাস্টারবাড়ী সড়কে নিত্য যানজট লেগে থাকে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিলসহ উপস্থিত অনেকে একই অভিযোগ করেন। বক্তাদের দাবি সামান্য পৌর টোল আদায়ের জন্য দীর্ঘ যানজট সৃষ্টি হয়। টোল আদায় বন্ধ অথবা টোল আদায়ের স্থানগুলো সংযোগ সড়ক থেকে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে হলে জনদুর্ভোগ অনেকটা কমবে। বক্তারা বলেন, শ্রীপুর থানা রোড থেকে পোস্ট অফিস সংযোগ সড়কটি পায়ে হাঁটার পথ। এ পথে লেগুনা, টমটম, পিকআপ ভ্যান, অটোরিকশা চলাচল পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থায়ী হচ্ছে জনদুর্ভোগ। এছাড়া বক্তারা উন্মুক্ত স্থানে মল ত্যাগ, চিকিত্সা সনদসহ বিভিন্ন কাজে সিন্ডিকেট প্রভাব, শিশুদের মাদক ও বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, চুরি রোধে পুলিশ বিভাগকে তৎপরতা বাড়ানোর আহবান জানান। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ সাদী বলেন, গোপনে বা প্রকাশ্যে মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য দেওয়া হলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, মাওনা চৌরাস্তার পরিবেশ এখন আগের চেয়ে অনেক পরিচ্ছন্ন। এ মুহূর্তে একটি গণশৌচাগার প্রয়োজন।

সর্বশেষ খবর