শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

৭৫০ টাকার ভ্যাট দিতে দুই হাজার টাকা ঘুষ!

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঘুষ না দিলে চুয়াডাঙ্গা কাস্টমস ও ভ্যাট এক্সাইজ অফিসে কাজ হয় না। মোটরসাইকেল কিনে ভ্যাট বিষয়ে জানতে আসা এক ব্যক্তি এ অভিযোগ করেন। বিষয়টি সরেজমিন জানতে গেলে ওই অফিসে কাজ করতে আসা অনেকে একই অভিযোগ তোলেন। অভিযোগকারীর দাবি, ৭৫০ টাকার ভ্যাট চালান সত্যায়িত করার জন্য তার কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন এক কর্মকর্তা। জানা যায়, চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা শফিকুল ইসলাম গতকাল জেলা কাস্টমস ও ভ্যাট এক্সাইজ অফিসে যান। তিনি তার কেনা একটি মোটরসাইকেলের জন্য কত ভ্যাট দিতে হবে তা জানার জন্য সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায়ের কাছে যান। এ সময় রাজীব ইশারায় তাকে পাশের ঘরে ডেকে নিয়ে বলেন, ‘আপনি ব্যাংকে চালানের মাধ্যমে ৭৫০ টাকা জমা দিয়ে তার কপি নিয়ে আসেন। আর অফিস সহকারী আরিফুল ইসলামের কাছে দুই হাজার টাকা দিয়ে যান।’ এ ব্যাপারে রাজীব রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি সাংবাদিক পর্যন্ত গিয়েছে, সেহেতুে ওই ব্যক্তির সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।’

সর্বশেষ খবর