শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নোয়াখালীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রতিদিন ডেস্ক

নোয়াখালীতে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত ও আহত হয়েছেন ২৫ জন। এছাড়া সুনামগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় সড়কে প্রাণ গেছে আরও ছয়জনের। প্রতিনিধিদের পাঠানো খবর— নোয়াখালীর সেনবাগ উপজেলার তিন পুকুরিয়া এলাকায় গতকাল যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম আক্তার হোসেন (৩২)। তার বাড়ি মায়মানসিংহে। বাকিদের পরিচয় জানা যায়নি। বাগেরহাট : শরণখোলায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার (১০) উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের আউয়াল তালুকদারের মেয়ে ও  পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

সুনামগঞ্জ : বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে অটোরিকশা খাদে পড়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তারা হলেন— বিশ্বম্ভরপুরের মজুমদারি গ্রামের জমিনি দেবের স্ত্রী কুমোদিনী (৭০) ও গবিন্দ নগর গ্রামের বীরেন্দ দাসের স্ত্রী স্মরণ বালা (৭০)। 

সাতক্ষীরা : সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় ট্রাকের ধাক্কায় নাসিরুল গাজী নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। অপরদিকে, সাতক্ষীরা-যশোর সড়কের তুযুলপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন আলাউদ্দীন আলী নামে এক পথচারী। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার ছোট গাংনী গ্রামে গতকাল আলমসাধুর ধাক্কায় নিছারন নেছা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিছারন নেছা ছোট গাংনী গ্রামের খেলাফত মণ্ডলের স্ত্রী।

সর্বশেষ খবর