শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বসুন্ধরা ফাউন্ডেশন

বাঞ্ছারামপুরে ৪৬৬ নারীকে অর্ধকোটি টাকা সুদমুক্ত ঋণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ক্ষুদ্র ঋণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলার দুর্গারামপুর গ্রামের ৪৬৬ জন নারীকে ৪৪ লাখ ৭০ হাজার টাকা ঋণ দিয়েছে বসুন্ধরা ফাউন্ডেশন। বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা (হিসাব ও অর্থ) এবং ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী দুর্গাপুর গ্রামে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই ঋণ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত ওসমান, সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানিয়ে বাঞ্ছারামপুরের ইউএনও শওকত ওসমান বলেন, বসুন্ধরা ফাউন্ডেশন নিজেদের প্রকৃত মূলধন ১ কোটি ৫২ লাখ টাকা পুঁজি লগ্নি করে বিনা সুদ ও লাভবিহীন নিয়মিত কার্যক্রম চালাবেন, এমন নজির বিরল। সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, বাংলাদেশে হতদরিদ্রদের জন্য এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে কি-না তা তার জানা নেই। বসুন্ধরা ফাউন্ডেশন বাঞ্ছারামপুর উপজেলার ১৫ হাজার ১ ৪৩ জন সুবিধাবঞ্চিত নারীদের সুদমুক্ত ১১ কোটি ২০ লাখ ৫ হাজার টাকা ঘূর্ণায়মান পদ্ধতিতে ঋণ বিতরণ করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে উপজেলার ১৩ ইউনিয়নের ১৩২ গ্রামের মধ্যে ৭৭ গ্রামে ৩০টি বিভিন্ন বাস্তবমুখী স্কিম/কর্মসূচির আওতায় ঋণ সহায়তা দিয়ে আসছে।

সর্বশেষ খবর