শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বন্যায় ভাটা পড়েছে দুর্গোত্সবের প্রস্তুতি

কুড়িগ্রাম প্রতিনিধি

কয়দিন বাদেই হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গোত্সব উদযাপনে কুড়িগ্রামের জনপদে দেখা দিয়েছে হিন্দু সমপ্রদায়ের মাঝে কর্মব্যস্ততা। বন্যাবিধ্বস্ত এ জনপদে এবার কিছুটা ভাটা পড়েছে প্রস্তুতিতে। মানুষের মনে কষ্টের দাগ লেগে থাকলেও সাধ্যমতো মণ্ডপগুলোতে চলছে দুর্গোত্সবের প্রস্তুতি। প্রতিমাকে আকর্ষণীয় করতে এখানকার পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমার গায়ে কাদা মাটির আঁচড়ের কাজ। এ বছর জেলার ৯টি উপজেলায় এবার মোট ৪৯৬টি পূজা মণ্ডপে একযোগে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গোত্সব উদযাপন হবে। কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীর দেবালয় গ্রামের প্রতিমার কারিগর বাবলু রায় (৪৬) জানান, তিনি দুর্গোত্সবের দেড়মাস আগ থেকে প্রতিমা তৈরির কাজ করছেন। বন্যার ধকল ও ভাদ্র মাসে থেমে থেমে বয়ে যাওয়া বৃষ্টির কারণে তার কাজে কিছুটা সমস্যা হচ্ছে। এতে প্রতিমা তৈরির ব্যয় বেড়ে যাওয়ায় তার আয় কমবে বলেও জানান তিনি। জেলার ফুলবাড়ী উপজেলার নওদাবশ গ্রামের প্রতিমা ব্যবসায়ী বাবুল চন্দ্র রায় (৪৫) জানান, এবার দুর্গোত্সবে বন্যার প্রভাব পড়ায় দুর্গা প্রতিমা তৈরির ব্যবসায় লাভ কম দেখছি।

সর্বশেষ খবর