শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিশু নির্যাতনকে ৫ হাজার শিক্ষার্থীর লালকার্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও শিশু নির্যাতনকে লালকার্ড দেখিয়েছে পাঁচ হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশের মাধ্যমে নিয়মিত পড়াশোনা করে নিজেকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধের শপথ নিয়ে লালকার্ড প্রদর্শন করে ছাত্রছাত্রীরা।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ হোমনা উপজেলা শাখা এ সমাবেশ ও শপথ পাঠের আয়োজন করে। এতে উপজেলা সদরের হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী এ সমাবেশে অংশ নেয়। হোমনা ইউএনও কাজী শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

সর্বশেষ খবর