শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ শিক্ষকসহ আহত ৭

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই শিক্ষক ও ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জিউধরা ইউনিয়নের চন্দনতলা গ্রামে এই সংঘর্ষের হয়। এ ঘটনায় শুক্রবার ছাত্রলীগ নেতা ইমরানসহ ১১ জনের বিরুদ্ধে থানায় ও ইউএনও’র কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতদের মধ্যে নাইম জজ (২১), সোহেল হাওলাদার (২২) ও রিয়াজুল খানকে (১৬) মোরেলগঞ্জ হাসপাতালে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, পঞ্চগ্রাম সম্মিলিত ইউসুফিয়া আলীম মাদ্রাসার ছাত্র রিয়াজুল খানকে গ্রুপে ভেড়ানো নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম হাওলাদার ও ফরিদুল ইসলাম আকনসহ ছাত্রলীগের ৭ নেতা আহত হন। এ সময় মাদ্রাসার অফিস কক্ষও ভাঙচুর করা হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার বলেন, উভয় গ্রুপের কেউই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর