শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শারদীয় দুর্গোৎসব ঘিরে গোপালগঞ্জে ব্যাপক প্রস্তুতি

গোপালগঞ্জ প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব ঘিরে গোপালগঞ্জে ব্যাপক প্রস্তুতি

হিন্দু  ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে গোপালগঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা। ইতিমধ্যে খড়, মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। সেই সঙ্গে পূজামণ্ডপ তৈরি থেকে শুরু করে আনুষঙ্গিক কাজে ব্যস্ত রয়েছেন আয়োজকরা। আগামী ২৬ অক্টোবর মহাষষ্ঠিতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার অনুষ্ঠিকতা। এ বছর গোপালগঞ্জ জেলায় ১ হাজার ১৫৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিক অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপের তালিকা করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আমীনুল ইসলাম বলেছেন, শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার ও নিরাপত্তায় কাজ করবে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর