শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সমাপনী পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বন্যাকবলিত কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ করেন অভিভাবকরা।

উপজেলা শিক্ষা অফিস ও অভিভাবক সূত্র জানায়, ২০১৭ সালের পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষার ফি ৬০ টাকা। কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আজম শিক্ষার্থী প্রতি ১০০ টাকা করে আদায় করছেন। কয়েকজন শিক্ষার্থী এই টাকা জমা দিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ৬০ টাকা পরীক্ষার ফি ছাড়াও দুই কপি ছবি, স্কাউট ফি ও যাতায়াত বাবদ অতিরিক্ত ৪০ টাকা আদায় করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী জানান, তদন্ত করে ওইসব বিদ্যালয়ের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর