রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

২৬ নেতা-কর্মী আটক

নোয়াখালীর সোনাইমুড়িতে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার আটকদের মধ্যে তিনজনকে আগের মামলায় গ্রেফতার দেখিয়ে এবং ২৩ জনকে নাশকতা পরিকল্পনা জড়িত থাকার মামলায় আদালতে হাজির করা হয়।

—নোয়াখালী প্রতিনিধি

৩০০ শিক্ষার্থীর শপথ

গাজীপুরের কালিয়াকৈর ডিগ্রি কলেজে শনিবার মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। এ সময় অংশ গ্রহণকারী প্রায় ৩০০ শিক্ষার্থী মাদক গ্রহণ না করার শপথ নেন। কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজিজুল হক, ওই কলেজের প্রভাষক নুরুল ইসলাম, বাদল মিয়া প্রমুখ। —কালিয়াকৈর প্রতিনিধি

জামাতার কাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে শ্বশুর-শাশুড়ি শ্যালক ও শ্যালিকাকে কুপিয়েছে জামাতা। শুক্রবার রাতে ওই ঘটনার পর শনিবার দুপুরে শ্যালিকা আইরিন ভগ্নিপতি ইমরান হায়দারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলায় শ্যালিকা আইরিন উল্লেখ করেন, তার বড় বোন ফেরদৌসির সঙ্গে প্রায় ১৫ বছর আগে ইমরানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার বোনকে নির্যাতন করা হচ্ছে। জামাতা ইমরান ৫০ হাজার টাকা ঋণ চেয়ে না পেয়ে এ কাণ্ড করে। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে গতকাল নগদ অর্থ বিতরণ করেন ব্যারিস্টার আবুল কালাম আজাদ লিটন। এ সময়  আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, ভিপি আবদুস সালাম, মাস্টার নুরুজ্জামান বকুল, সাখাওয়াত হোসেন প্রমুখ তার সঙ্গে ছিলেন। গত সোমবার ভোরে ঘূর্ণিঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়।

—ফুলপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর