মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা প্রাণ গেল তিনজনের

বিভিন্ন স্থানে নিহত আরও ৬

প্রতিদিন ডেস্ক

নীলফামারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে চালক-হেলপারসহ তিনজন নিহত হন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও ছয়জনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— নীলফামারী : সৈয়দপুর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় দুটি ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে মারা যান তিনজন। সৈয়দপুর শহরের বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ে রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— লালমনিরহাটের হাতিবান্ধার দুলাল (৫০), নীলফামারী ডিমলার আব্দুল হালিমের ছেলে আতিকুল (২০) ও পঞ্চগড় সদরের আব্দুল্লাহ আলীর ছেলে নাজমুল (১৬)। এদিকে কিশোরগঞ্জ উপজেলার পাড়ের হাট নামক স্থানে গতকাল সকালে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হন মোটরসাইকেল আরোহী মশিয়ার রহমান (২৬)। মশিয়ার উপজেলার দক্ষিণ সিঙ্গেরগাড়ি জুম্মারপাড়ার সাইয়েদুল ইসলামের ছেলে। চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় গতকাল বিকালে হানিফ পরিবহনের একটি বাস ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— কক্সবাজারের চকরিয়ার ইউছুফ জামালের ছেলে মামুনুর রশিদ (২৫), চুয়াডাঙ্গার চুরুলিয়া এলাকার নিহাজ শেখের ছেলে শরিফুল ইসলাম (২৬)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছিদ্দিক উল্ল্যা (৬০) নামে এক ব্যক্তি ও সাতক্ষীরার দেবহাটার উপজেলার নওয়াপাড়ায় গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান বুলবুল (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন হামিদুর রহমান নামে আরও একজন।

সর্বশেষ খবর