মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মেহেন্দিগঞ্জবাসীর আতঙ্ক লেংগুটিয়া বেইলি ব্রিজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেহেন্দিগঞ্জবাসীর আতঙ্ক লেংগুটিয়া বেইলি ব্রিজ

ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন শিক্ষার্থী-রোগীসহ হাজার হাজার মানুষ ও যান চলাচল করে

মেহেন্দিগঞ্জের চরমিঠুয়া-আমিরগঞ্জ সড়কের লেংগুটিয়া বাজার সংলগ্ন জরাজীর্ণ বেইলি ব্রিজটি এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম। যে কোনো সময় ধসে পড়তে পারে জেনেও এ ব্রিজ দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ।

জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ মেহেন্দিগঞ্জের চরমিঠুয়া খেয়াঘাট থেকে বগিরচর হয়ে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক নির্মাণ করে ২০১৩ সালে। ওই সময় এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। এ সড়ক জেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে না পারলেও লেঙ্গুটিয়ার বেইলি ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করে অভ্যন্তরীণ বিভিন্ন ভারী যান, স্কুল শিক্ষার্থী-রোগীসহ সাধারণ মানুষ। সম্প্রতি ব্রিজটির এমন নাজুক অবস্থা হয়েছে যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। স্থানীয় এমপি পংকজ নাথ জানান, সাম্প্রতিক ভারী বর্ষণে সারা দেশের মতো মেহেন্দিগঞ্জেও অনেক রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজের ক্ষতি হয়েছে। ভারী বর্ষায় লেঙ্গুটিয়া বাজার সংলগ্ন বেইলি ব্রিজসহ উপজেলার দুটি ব্রিজ দেবে গেছে। এতে যানবাহন এবং জনগণের চলাচলে সমস্যা হচ্ছে। তিনি সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত লেঙ্গুটিয়া বেইলি ব্রিজ সংস্কারের নির্দেশ দিয়েছেন। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘লেঙ্গুটিয়ার ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজের স্থানে বক্স কালভার্ট নির্মাণের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। বক্স কালভার্ট নির্মিত হলে জনগণের সমস্যা থাকবে না।

 

সর্বশেষ খবর