বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, তদন্ত কমিটি

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দুর্নীতি, অনিয়ম ও শিক্ষক নিয়োগে পার্বত্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গতকাল জেলা প্রশাসকের সঙ্গে ‘সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ’ কমিটির বৈঠকের পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। বৈঠক শেষে কমিটির সদস্যসচিব পৌর মেয়র রফিকুল আলম জানান, পার্বত্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ায় পূর্বঘোষিত অবরোধ র্কমসূচি প্রত্যাহার করা হয়েছে। তিনি তদন্ত কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা রিজিয়নের প্রতিনিধি রাখার দাবি জানান। ‘সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ’ কমিটি সোমবার হরতাল পালন শেষে অবরোধ র্কমসূচি শুরু করেছিল।

সর্বশেষ খবর