বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

লালমনিরহাটে দুর্গোৎসবে বন্যার প্রভাব

লালমনিরহাট প্রতিনিধি

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীতীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বসতবাড়ি হারিয়ে এখনো বাঁধে আশ্রয় নিয়ে আছে বহু পরিবার। এসব পরিবারের ঈদ আনন্দ যেমন চোখে পড়েনি তেমন বন্যাদুর্গত এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আসন্ন শারদীয় দুর্গোৎসবের আমেজও নেই বললেই চলে। বন্যাদুর্গত এলাকার মানুষের খেতে ফসল নেই। নষ্ট হয়ে গেছে আবাদ করা সবজি। এর ওপর বসতভিটা হারানো হিন্দুধর্মাবলম্বী অনেকের কাছে এবার দুর্গোৎসব অন্যবারের তুলনায় কিছুটা ভিন্ন। আর বাঁধে থাকা পরিবারগুলোর কাছে উৎসব স্বপ্নের মতো। তাদের ভাষ্য, ‘পেটের ভাত জোগাড় করতে পারছি না, খেয়ে না খেয়ে দিনযাপন করছি। কী করে দুর্গোৎসব করি।’ তারা জানান, ‘শারদীয় উৎসবের মাত্র কয়েক দিন বাকি। এখন পর্যন্ত স্ত্রী-সন্তানের নতুন কাপড় কিনতে পারিনি। হাতে কাজ নেই, টাকাপয়সা বলতেও কিছু নেই। দুর্গোৎসব দূরের কথা বাকি দিনগুলো কীভাবে কাটবে তা ভেবেই দিশাহারা আমরা।’ হিন্দু সম্প্রদায়ের এসব লোক ক্ষোভ প্রকাশ করে জানান, দুর্গোৎসবের চার-পাঁচ দিন বাকি থাকলেও এখনো স্থানীয় কোনো জনপ্রতিনিধি বা সরকারের পক্ষ থেকে মেলেনি সাহায্য-সহযোগিতা।

 লালমনিরহাট পূজা উদ্যাপন পরিষদ নেতারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গোৎসবে পড়েছে ভাটা। ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানান কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর