বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

১১ হাজার বন্যার্ত পরিবারে বসুন্ধরা গ্রুপের ত্রাণ

মানিকগঞ্জ প্রতিনিধি

১১ হাজার বন্যার্ত পরিবারে বসুন্ধরা গ্রুপের ত্রাণ

মানিকগঞ্জের শিবালয়ে বসুন্ধরার ত্রাণ বিতরণ করছেন অতিথিরা —বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জে নদী ভাঙনকবলিত তিনটি উপজেলায় ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ হাজার পরিবারের মধ্যে বসুন্ধরা গ্রুপ ত্রাণ বিতরণ করেছে। উপজেলাগুলো হলো দৌলতপুর, ঘিওর ও শিবালয়। গতকালও শিবালয় উপজেলার ষাইটঘর এলাকায় ১ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিঁড়া, গুড়, বোতলভর্তি খাবার পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের এমপি এএম নাঈমুর রহমান দূর্জয় বলেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পপতিদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দেশব্যাপী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। অসহায় লোকজনে কথা চিন্তা করে মানিকগঞ্জে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বসুন্ধরা। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন— তায়েবুর রহমান টিপু, আলী আকবর, কামাল মোহাম্মদ রাশেদ, মিজানুর রহমান নজরুল, মাহবুবুর রহমান জনি, আব্দুল্লাহ আল মামুন। এরপর বিকালে দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে ১ হাজার বন্যার্ত পরিবারের মধ্যে সমপরিমাণ ত্রাণ বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর