বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বাল্যবিবাহ থেকে রক্ষা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী (১৩)। বুধবার সন্ধ্যায় তার বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে দুপুরে বোয়ালমারীর ইউএনও রওশন আরা পলি ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন। মেয়ের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন। বাল্যবিবাহ দণ্ডযোগ্য অপরাধ এবং এর কুফল সম্পর্কে ছাত্রীর অভিভাবকদের বোঝান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

—বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটার মরিচবুনিয়া এলাকায় দুর্বৃত্তের দেওয়া পেট্রলের আগুনে প্রতিবন্ধীসহ ৪ নারী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে মুক্তিযোদ্ধা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আলমগীর হোসেনের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির তিনটি বসতঘর পুড়ে গেছে। আহতরা হলেন- প্রতিবন্ধী রুবি আক্তার, তামান্না বুশরাসহ ৪ নারী। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

—ঝালকাঠি প্রতিনিধি

বজ্রপাতে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে রায়হান আলী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। অহত হয়েছেন কৃষক রাজীবুল হক। রায়হান সহড়াতলা গ্রামের কৃষক আবদুল মালেকের ও রাজীব মিন্টু মিয়ার ছেলে। রাজীবকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—মেহেরপুর প্রতিনিধি

ধর্ষণের দায়ে যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের দণ্ডাদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত যুবক হচ্ছে ভোলাহাট উপজেলার বড়গাছি উত্তরপাড়া গ্রামের সেনারুল মিস্ত্রীর ছেলে গোলাম কিবরিয়া (২১)। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান গতকাল এ রায় দেন।

—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বগুড়া বিএনপির জরুরি সভা

বগুড়া বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে গতকাল এ সভায় সভাপতিত্ব করেন বগুড়া বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এ সময় সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বক্তৃতা করেন জয়নাল আবেদীন চাঁন, মুক্তিযোদ্ধা মো. শোকরানা, অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন, মীর শাহে আলম প্রমুখ। সভা থেকে কারারুদ্ধ সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল ও দুপচাঁচিয়া উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ সব নেতা-কর্মীর মুক্তি দাবি করা হয়।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গাসিকের বিশেষ সভা

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) বিশেষ সভা গতকাল নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ, হাসান আজমল ভূঁইয়া, হোসনে আরা সিদ্দিকী প্রমুখ।

 —গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর