শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহসপতিবার সকালে বরগুনা সার্কিট হাউস চত্বরে এ ঘটনা ঘটে। আহত কয়েকজনকে বরগুনা জেনারেল হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়ছে। জানা গেছে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপিকে শুভেচ্ছা জানিয়ে শওকত হাচানুর রহমান রিমন এমপি ও ফারজানা সবুর রুমকির সমর্থকরা পৃথক মিছিল বের করে। পরে বরগুনা সার্কিট হাউসে উভয় পক্ষের সমর্থকরা বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে গতকাল বিকালে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, সুভাষ চন্দ্র হাওলাদার প্রমুখ।

সর্বশেষ খবর