শিরোনাম
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শ্বশুরবাড়ির হামলায় যুবক সপরিবারে গ্রামছাড়া

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রেম করে বিয়ে করায় এক যুবক ও পরিবারকে মারপিট, বসতবাড়ি ভাঙচুর করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া বউকে দিয়ে জোরপূর্বক তালাক দিয়ে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার পাঁয়তারা করছেও করছে শ্বশুরবাড়ির লোকজন। এ অবস্থায় পরিবারটি অন্য গ্রামে গিয়ে মানবেতর জীবন করছে। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামে। মাত্বররা বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেওয়ায় মামলা করতে সাহস পাচ্ছে না পরিবারটি। স্থানীয়রা জানান, হাওড়া গ্রামের রেজাউল করিমের ছেলে আল-আমিনের সঙ্গে একই গ্রামের আব্দুস সোবহানের মেয়ে সুমাইয়ার প্রেম চলাবস্থায় ২০১৫ সালে আদালতের মাধ্যমে বিয়ে হয়। দুজনই বিয়ের বিষয়টি গোপন রাখে। সম্প্রতি সুমাইয়ার বাবা মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করায় আল-আমিন ঘটনা ফাঁস করে দেয়। বিয়ের কথা শুনে সুমাইয়ার বাবা, ভাইসহ স্বজনরা আল-আমিন ও তার পরিবারকে মারপিট এবং বসতবাড়ি ভাঙচুর-লুটপাট করে গ্রামছাড়া করে। সুমাইয়াকে ভয়ভীতি দেখিয়ে ডিভোর্স দিতে বলছে। আল-আমিন বলেন, ‘আমরা গ্রাম ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছি। তারপরও সুমাইয়ার স্বজনরা নানাভাবে হুমকি দিচ্ছে।’ আল-আমিন জানান, বাড়ি থেকে বের করে দেওয়ার এক মাস পেরিয়ে গেলেও মাতবররা শুধু আশ্বাস দিচ্ছেন। এ জন্য মামলা করা হয়নি। মাতবর আবুল হোসেন, আমজাদ, শাহ আলম ও বেলাল জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। কোনো পক্ষ এগিয়ে আসছে না। সুমাইয়ার ভাই এনামুল বলেন, ‘গ্রামের লোকজন তাদের বসতবাড়ি ভাঙচুর করেছে। আমরা এর সঙ্গে জড়িত না।’

সর্বশেষ খবর