শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বখাটেদের হামলায় আহত ১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় হামলা করেছে বহিরাগত কিছু বখাটে। স্থানীয় এমএস টাওয়ারে সাবা নিটওয়্যার নামক পোশাক কারখানায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিন গার্মেন্ট ছুটির পর নারী শ্রমিকদের ইভ টিজিং করতো বখাটেরা। বুধবার বিকালে বখাটেপনার প্রতিবাদ করে স্থানীয় কয়েক যুবক। এ ব্যাপারে ভবন মালিক রনির কাছে অভিযোগ করা হয়। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

যশোরে চাকরি মেলা

যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আগামী ৫ অক্টোবর চাকরি মেলা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি। এ উপলক্ষে গতকাল পার্কের ক্যাফেটোরিয়া অডিটোরিয়ামে মতবিনিময় সভা হয়েছে। জাহাঙ্গির আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মুনীর হোসেন, অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, অধ্যাপক আহসান-উল-আম্বিয়া প্রমুখ।

—নিজস্ব প্রতিবেদক, যশোর

কাশিমপুরে বন্দীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। গতকাল শুক্কুরী বেগম (৪২) নামে এই বন্দি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্কুরী ছিলেন কুমিল্লার লাকসাম থানার গাজীর মোড়া এলাকার আয়দার আলীর স্ত্রী। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সপরিবার বসবাস করতেন। সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, শুক্কুরী ডায়াবেটিসসহ হৃদরোগে ভুগছিলেন। মাদক মামলায় গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার হলে পরদিন এ কারাগারে তাকে পাঠানো হয়। —গাজীপুর প্রতিনিধি

সর্বশেষ খবর