শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

লালমনিরহাটে আবারও বন্যার আশঙ্কা

টানা বৃষ্টি ও উজানের ঢল

লালমনিরহাট প্রতিনিধি

গত দুই দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা, ধরলা ও সানিয়াযানসহ লালমনিরহাটের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার কুলাঘাট, রাজপুর, খুনিয়াগাছ, মহিষখোচা, সিন্দুর্না, গড্ডিমারি, সানিয়াযান, ডাউয়াবাড়ি ইউনিয়নসহ নদী-তীরবর্তী এলাকাগুলোর মানুষ আবারও বন্যার হুমকিতে পড়েছে।

শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি দোয়ানি পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, ধরলা নদীর পানি কুলাঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবারো চরাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানা গেছে। সদর উপজেলার কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, তার ইউনিয়নে ধরলার চরাঞ্চলের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরাঞ্চলের বেশ কিছু পরিবার নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোন মুহূর্তে আবারও বন্যা দেখা দিতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ  সরকার জানান, সব কটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আবারো বন্যা দেখা দিতে পারে।

সর্বশেষ খবর