শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আমদানি-রপ্তানি গতিশীল করতে বৈঠক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বাংলাদেশ-ভারত-এর মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যকে আরো গতিশীল করতে দু’দেশের প্রশাসন ও ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প অডিটরিয়ামে এই সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সুরজিত বোস।

বনগাঁও মহাকুমার এসডিও কাকলী ঘোসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমস-এর ডেপুটি কমিশনার মারুফুল রহমান, বেনাপোল বন্দরের পরিচালক অমিনুল ইসলাম, পুলিশের এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী, পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এসাসিয়েশনের কামাল হোসেন শিমুল, মহসিন মিলন, বনগাঁও পৌরসভার চেয়ারম্যান শংকর আড্ডা, মেজর এইচএস জেট, কাস্টমস-এর ডেপুটি কমিশনার রাহুল মাথুর প্রমুখ।

সর্বশেষ খবর