শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মেঘনায় জমি নিয়ে দুই পরিবারে উত্তেজনা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার স্থানীয় বড়কান্দা চৌরাস্তার জমি নিয়ে দুই পরিবারের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় হামলা সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, জাকির, মোহাম্মদ আলী, বাতেন গং গত বুধবার থেকে আসাদুল্লা ও গনি গংয়ের ৮০৬ দাগের ২২ শতক ভূমিতে দেওয়াল নির্মাণের চেষ্টা করায় উভয় পক্ষের  মধ্যে উত্তেজনা দেখা দেয়। আসাদুল্লা গং কুমিল্লার আদালতে ১৪৫ ধারায় মামলা করলে আদালত স্থিতাবস্থা বজায় রাখার জন্য মেঘনা থানা পুলিশকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে মেঘনা থানা পুলিশ দুই পক্ষকে নোটিস দেয়। অভিযোগ উঠেছে— আদালতের নির্দেশ অমান্য করে জাকির গং জমিতে ঘর নির্মাণের চেষ্টা করায় শুক্রবার ফের উত্তেজনা দেখা দেয়। অভিযুক্ত জাকিরের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি আমার ভূমিতে দেওয়াল নির্মানের চেষ্টা করছি। বাদী আসাদুল্লা বলেন, তারা দলিল সূত্রে জমির মালিক নয়, আমরাই প্রকৃত মালিক।

সর্বশেষ খবর