রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বোয়ালমারী

আওয়ামী লীগে সংঘর্ষ ভাঙচুর, আহত ২৪

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী উপজেলার চরবর্ণি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের ২৪ জন। গতকাল ভোর সাড়ে চারটা থেকে ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করে চারজনকে। আহতদের মধ্যে ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

জানা যায়, গত বুধবার স্থানীয় মধুবর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুজ্জামান গত ১৩ সেপ্টেম্বর দশম শ্রেণির তিন শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেন। এ ঘটনায় জেরে ১৭ সেপ্টেম্বর চরবর্ণি গ্রামের যুবলীগ নেতা ইমরান শেখের সমর্থক বাবুল শেখ ও একই গ্রামের উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধান শিক্ষক আনিচুজ্জামানের (আনিচ) সমর্থক হাবিব, মঞ্জুর হাতাহাতি হয়। বিষয়টি নিয়ে আজ পুলিশ ও স্থানীয়দের নিয়ে শালিস বৈঠকের কথা ছিলো। এর আগেই আনিচ গ্রুপ শনিবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমরানের লোকজনের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। নড়াইলে আহত ১২ : নড়াইল প্রতিনিধি জানান, সদর উপজেলার যদুনাথপুর গ্রামে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় বাশগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঙ্গে রিয়াজুল ইসলামের বিরোধ চলছে। শুক্রবার সকালে চেয়ারম্যান সমর্থকরা রিয়াজুল সমর্থক খায়রুলকে মারধর করে। এ ঘটনার জের ধরে গতকাল দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তিনটি মোটরসাইকেল, তিনটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর