রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘কত্ত বড় সাহস! ফরদাবাদ থাইক্ক্যা ছেদুর বিরুদ্ধে লেহস’

বাঞ্ছারামপুর প্রতিনিধি

‘কত্ত বড় সাহস! ফরদাবাদ থাইক্ক্যা ফরদাবাদের ছেদুর বিরুদ্ধে পেপারে লেহস। তোর সম্পাদককে ধইরা পানিতে চুবামু। আর পুলিশের ভয় দেহাস। যা-থানায় গিয়া মামলা কর পারলে। তোগো মামলা থানায় নিবো না। যদি বাঞ্ছারামপুর থানায় আমগোর বিরুদ্ধে মামলা এন্ট্রি করে-তয় ফরদাবাদে আর মুখ দেহামু না।’ এই বলে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফরদাবাদের চিহ্নিত মাদক বিক্রেতা ছেদু মিয়া ও তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ইউপি সদস্য ফুল মিয়াসহ ৪/৫ জন স্থানীয় সাংবাদিক শামীমের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে এনে কিল-ঘুষিসহ এলোপাতাড়ি পিটাতে থাকে। প্রতিবেশীরা এ দৃশ্য দেখেও ভয়ে কেউ এগিয়ে আসেননি। ব্রাহ্মণবাড়িয়ার এসপি মিজানুর রহমান বাঞ্ছারাপুরের সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ‘ছেদু গংয়ের বিরুদ্ধে যে কোনো সময় অভিযান চালানো হবে।’ উল্লেখ্য এসপি মিজানুর রহমান ও বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশ কুমারের সাহসী উদ্যোগের কারণে গত ছয় মাস ধরে বাঞ্ছারামপুরে মাদক বিক্রি কিছুটা কমে আসায় এলাকাবাসী সাধুবাদ জানান। কিন্তু আগস্ট থেকে ফরবাদাবাদে আগের মতো প্রকাশ্যে ফেনসিডিল, ইয়াবা পাইকারী ও খুচরা বিক্রি শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর