রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শ্রেণিকক্ষের অভাবে স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি


শ্রেণিকক্ষের অভাবে স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত

মেঝেতে বসে ক্লাস করছে শিশুশিক্ষার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি এলাকার টিপরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এছাড়া বিদ্যালয়টিতে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। বেঞ্চের অভাবে মেঝেতে বসতে হয় শিক্ষার্থীদের।

জানা যায়, টিপরাছড়া প্রাথমিক বিদ্যালয় ভবনের মাত্র তিনটি কক্ষের একটি অফিস ও দুটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহূত হচ্ছে। একেকটি কক্ষের আয়তন ১০ বাই ১৪ ফুট। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ১৮৪। শিক্ষক আছেন চারজন। প্রধান শিক্ষক সুধন বোনার্জী বলেন, ‘দুটি শ্রেণিকক্ষে ভাগ করে ১৫০ জন শিক্ষার্থীর পাঠদান করাতে হয়। যদি কোনো দিন শিক্ষার্থী উপস্থিতি একটু বেশি হয় তাহলে বিদ্যালয় সংলগ্ন একটি কক্ষে তাদের নিয়ে বসানো হয়। ওই কক্ষে আবার বেঞ্চ নেই। স্থানীয় ইসমাইল মাহমুদ বলেন, ‘শিশুদের মেঝেতে বসে ক্লাস করতে হয় এটি দুঃখজনক।’ এতে ঝরে পড়ার হার বেড়ে যাবে বলে তিনি মনে করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ স্কুলে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর