রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা নির্যাতনবিরোধী বিক্ষোভ-সমাবেশ চলছে

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের নিন্দা-প্রতিবাদ অব্যাহত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় গতকালও বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় বক্তারা অবিলম্বে রাখাইনে গণহত্যা বন্ধে দাবি জানান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— খুলনা : নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন তালুকদার আব্দুল খালেক এমপি। মিজানুর রহমান মিজান এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন শেখ হারুনুর রশিদ, রফিকুল হক খোকন, অ্যাড. ফজলুর রহমান প্রমুখ। নেতারা অবিলম্বে মিয়ানমারের রাখাইানে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান। মাদারীপুর : সদর উপজেলার মস্তফাপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবশে ব্যানার, ফেস্টুন হাতে শত শত মানুষ অংশ নেন। রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান বক্তারা। ঠাকুরগাঁও : ইমাম ও উলামা পরিষদ জেলা শাখার আয়োজনে শহরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আন্তর্জাতিকভাবে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি তোলেন।  নারায়ণগঞ্জ : ফতুল্লা জালকুড়ি কড়ইতলা এলাকায় মানববন্ধনে রাস্তায় থু থু ফেলে রোহিঙ্গা নির্যাতনে প্রতিবাদ জানানো হয়। এ কর্মসূচিতে স্থানীয় ৩৪টি মসজিদের ইমাম-খতিব, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। একই দিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সোনারগাঁর ওলামায়েকেরামগণ। ব্রাহ্মণবাড়িয়া : জেলা নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। একই দাবিতে শুক্রবার বিকালে আখাউড়ায় অনুষ্ঠিত হয়েছে পৃথক প্রতিবাদ সভা। মেহেরপুর : মুজিবনগর থানার মোনাখালি শিক্ষা উন্নয়ন সংঘ মানববন্ধন করে। এতে মোনাখালি ইউনিয়নের শত শত শিক্ষার্থী অংশ নেন। ফরিদপুর : ভাঙ্গায় সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা অবিলম্বে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ও সু চির বিচার দাবি করেন। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেনে। সিলেট থেকে রোহিঙ্গাদের জন্য গেল ত্রাণবহর : নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, বাংলাদেশে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য সিলেট থেকে ত্রাণবহর গেছে কক্সবাজারে। গতকাল বিকালে সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের নেতৃত্বে তিনটি ট্রাকে ত্রাণবহর নগরীর টিলাগড় থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।

রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে ৫ কেজি করে দেড় হাজার প্যাকেট চাল, নগদ সাড়ে ১২ লাখ টাকা, আধা লিটার তেলের বোতল ১২০০ পিস, দুই হাজার ১৪ প্যাকেট খেজুর, ত্রিপল ৩০০ পিস, পলিথিন ৫০ বান্ডিল, রশি একশ কেজি, দেড় হাজার পিস মশারি, প্রতি বোতল ৫ লিটার ফ্রেশ পানি চার হাজার ১৬০ পিস, চিঁড়া ও গুড় ২৫০০ প্যাকেট, প্লাস্টিক প্লেট ও গ্লাস পাঁচ হাজার পিস, বদনা ১৫০০ পিস, স্টিলের চামচ এক হাজার পিস, মগ ১২০০ পিস, হাঁড়ি-পাতিল ২৪০০ পিস, এক হাজার পিস সাবান, ম্যাচ ৫ হাজার পিস, পাঁচ হাজার ২৬০ পিস স্যালাইন, জেলি বন ৩ হাজার পিস, প্যারাসিটামল ৫০০ পিস, ১৪ হাজার ৩৯০ প্যাকেট বিস্কুট, সুজি ৭২০ প্যাকেট ও কম্বল ১৮০টি। আজ রবিবার এসব ত্রাণ রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর