রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘৭ বিভাগে হবে আরবি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র

ময়মনসিংহ প্রতিনিধি

আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেছেন, দেশের ৭টি বিভাগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ৭টি আঞ্চলিক কেন্দ্র হবে। এ ছাড়াও ঢাকার কেরানীগঞ্জে ২০ একর জমির ওপর স্থায়ী ক্যাম্পাস নির্মিত হবে।

গতকাল শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর ভাটিকাশরের কারিতাস আঞ্চলিক মিলনায়তনে আরবি ভাষা ও ইসলামি জ্ঞান বিষয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জাতীয় প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি এস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা ইদ্রিস খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব নাজমুল হক খান, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো. আবদুল খালেক। ভিসি ড. মুহাম্মদ আহসান উল্লাহ আরও বলেন, আমরা শিক্ষাকে সম্প্রসারণ করার কাজ করছি। নতুন করে ২১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছি। আরো বেশ কয়েকটি মাদ্রাসায় অনার্স কোর্স চালু প্রক্রিয়াধীন রয়েছে।  পরে এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ, সনদ ও মেডেল তুলে দেন ড. মুহাম্মদ আহসান উল্লাহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর