রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ৫ দফা বাস্তবায়ন করুন

------------ এনামুল হক শামীম

কক্সাবাজার প্রতিনিধি

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তিনি বলেছেন, বিশ্ব শান্তির অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ করেছেন তিনি মানবিক নেত্রী। বিশ্বব্যাপী শরণার্থী সমস্যা সমাধানের আলোকবর্তিকা হিসেবে উদ্ভাসিত হয়েছেন তিনি। শান্তিতে নোবেল জয়ীদের ভূমিকা যখন প্রশ্নবিদ্ধ তখন বিশ্বের মানচিত্রে শান্তির পতাকা হাতে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘে ৫টি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবটি মিয়ানমারসহ জাতিসংঘকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তাহলেই সব রোহিঙ্গা সংকট কেটে যাবে। গতকাল বিকালে কক্সাবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালীসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময়                 আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন সুজিত রায় নন্দী, সাইফুজ্জামান শিখর, আবদুর রহমান বদি এমপি, আশেক উল্লাহ রফিক, শাহাজাদা মহিউদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, জাহাঙ্গীর আলম, মোকলেচুর রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের মানুষ এক হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের নিয়ে বিএনপি হীন রাজনীতি শুরু করেছে। তারা রাজনীতিতে ব্যর্থ হয়ে ভিন্ন ইস্যু খোঁজার চেষ্টা করছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় সে ইস্যুও মাঠে মারা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর