সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা জিহাদুলের মুখে নির্মমতার বর্ণনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

‘আমরা সবাই ঘরে ছিলাম। হঠাৎ মগরা এসে বাবাকে গুলি করে হত্যা করে। তখন আম্মা, আমি ও আমার ছোট ভাইকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আম্মাকেও তারা ধরে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। ভাইকে নিয়ে সীমান্তের কাছাকাছি আসামাত্র বোমার আঘাতে ভাইও আমার হাত থেকে ছিটকে যায়। এর পর আর তাকে খুঁজে পাইনি। আমি সীমান্ত পার হয়ে এ দেশে চালে আসি।’ শ্রীমঙ্গল থানায় গতকাল এ প্রতিনিধিকে মিয়ানমার থেকে আসা ১১ বছরের শিশু জিহাদুল ইসলাম রাখাইনে নির্মমতার বর্ণনা দেয়। জিহাদুল জানান, সে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে ৮-৯ দিন আগে। চট্টগামে মানুষের মুখে শুনেছে সিলেটে বড় মাজার আছে। সেই মাজারে গেলে খাবার পাওয়া যায়। এ কথা শুনে তারা ২০ জন ট্রেনযোগে  সিলেট রওয়ানা হয়। কিন্তু ট্রেন ফেনীতে আসার পর পুলিশ তার সঙ্গে থাকা অন্যদের নামিয়ে দেয়। সে একা শ্রীমঙ্গলে এলে সেখানাকার স্থানীয় এক ব্যক্তি তার বাসায় নিয়ে যান। ওই বাসায় পাঁচ দিন থাকার পর গতকাল তাকে থানায় নিয়ে আসা হয়। শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল বলেন, ‘তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’

সর্বশেষ খবর