সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে’

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের নিন্দা-প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় গতকালও বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় বক্তারা নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। জামালপুর : জেলা শহরের দয়াময়ী মোড় চত্বরে এনজিও নেটওয়ার্ক এফএনবির উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। মাগুরা : মাগুরা জাসদ ও ছাত্রলীগ শহরের ভায়না মোড় থেকে মিছিল শুরু করে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। বক্তারা রোহিঙ্গাদের ওপর হত্যা নির্যাতন বন্ধ ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি সু চির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবি তোলেন। এছাড়া নাটোরে বেসরকারি সংস্থা ‘উষা’, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি ও পটুয়াখালীর বাউফলে জমিয়তে হিযবুল্লাহ দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করে। এছাড়া বাউফল মুাক্তিযোদ্ধা মঞ্চে সমাবেশ বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর